Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর।

সুমন শেখ, একজন পরিশ্রমী, উদ্যোমী, আশাবাদী, অন্যের প্রতি বিশ্বাস প্রবণ এবং দায়িত্বের প্রতি আন্তরিক মননশীল ব্যক্তিসম্পন্ন মানুষ।

শিক্ষা জীবন: “রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়” থেকে ২০০৭ সালে ৫ম শ্রেণী পাশ করেন। “ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়” ( খোকসা, কুষ্টিয়া) হতে বিজ্ঞান বিভাগ নিয়ে ২০১২ সালে এস.এস.সি পাশ করেন। উল্লেখ থাকে যে, উক্ত বিদ্যালয় হতে প্রতিযোগীতামূলক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে “কাজী মোতাহার হোসেন” সম্মাননায় ভূষিত হোন। তিনি ২০১৪ সালে “খোকসা সরকারী কলেজ, খোকসা” হতে বাণিজ্য বিভাগে এইচ.এস.সি পাশ করেন। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে “কুষ্টিয়া সরকারী কলেজ, কুষ্টিয়া” থেকে ব্যবস্থাপনা বিভাগে (বি.বি.এ) স্নাতক এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে (এম.বি.এ) ডিগ্রি অর্জন করেন।

জন্ম  পরিচয় : সুমন শেখ, ০৭/০৮/১৯৯৭ ইং তারিখে কুষ্টিয়া জেলার খোকসা থানা অন্তর্গত রায়পুর গ্রামে শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন। বাবার নাম মোঃ শহিদুল ইসলাম, মায়ের নাম মোছা: জুলেখা খাতুন। তাহারা ৪ ভাই বোন (২ ভাই ২ বোন)।

বৈবাহিক অবস্থা:- তিনি ২০১৬ সালে বিবাহ করেন। তাহার ১ মেয়ে এবং ১ ছেলে রহিয়াছে।

শখ: বই পড়া, খবর শোনা, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করা।

যোগাযোগ-  ই-মেইল: sumon2021aaco.lgd@gmail.com      মোবাইল এবং ইমু নং: 01750-495824 হোয়াটস আপ নং: 01517-150664

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)